ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

জাতীয়

লবণের ট্রাকে ইয়াবা, আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:২৪, জানুয়ারি ১৯, ২০২০
লবণের ট্রাকে ইয়াবা, আটক ৩

ঢাকা: রাজধানীর উপ-শহর পূর্বাচলে অভিযান চালিয়ে লবণবোঝাই এক ট্রাক থেকে ১৫ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক চোরাকারবারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (১৮ জানুয়ারি) পূর্বাচল এলাকার ঢাকা বাইপাস সড়কে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় ইয়াবার চালান পরিবহনের দায়ে ২৬০ বস্তা লবণসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে।

আটকরা হলেন, নাসির উদ্দিন (২৪), সাগর (২৩) ও মহিউদ্দিন (২২)।

র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-৩) মেজর আব্দুল্লাহ আল মেহেদী জানান, কক্সবাজার থেকে ইয়াবার চালান আসছে এমন সংবাদের ভিত্তিতে পূর্বাচল এলাকায় ঢাকা বাইপাস সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় র‌্যাব-১ এর একটি দল। এ সময় লবণবোঝাই একটি ট্রাক দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ট্রাকটিকে থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশির পর ট্রাকে লুকানো ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ৪৫ লাখ টাকা।

আটক তিন মাদক চোরাকারবারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২০
পিএম/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ