ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

জাতীয়

বরিশাল জেলা শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৪৪, জানুয়ারি ১৭, ২০২০
বরিশাল জেলা শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন

বরিশাল: বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের মধ্যদিয়ে মো. শফিকুল ইসলামকে সভাপতি এবং মো. আসাদুল ইসলাম পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) নগরের সদর রোডের অশ্বিনী কুমার হলে দিনব্যাপি এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

বেলা ১১টায় অশ্বিনী কুমার হলের সামনে জাতীয় পতাকা এবং বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।

সম্মেলনে শিক্ষা জাতীয়করণসহ বিভিন্ন দাবি আদায়ে শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দেন বক্তারা।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস। উপস্থিত ছিলেন- শিক্ষক সমিতি আঞ্চলিক শাখার সভাপতি অধ্যক্ষ মো. ফরিদুল আলম জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ মো. বজলুর রহমান মিয়া ও সহ-সভাপতি আবুল কাশেম। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. কাওছার আলী শেখ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২০
এমএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।