ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

জাতীয়

বেগমগঞ্জে ৬ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১৫, জানুয়ারি ১৬, ২০২০
বেগমগঞ্জে ৬ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

নোয়াখালী: বিভিন্ন অনিয়মের অভিযোগে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে অভিযান চালিয়ে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা বিনতে রফিক এ অভিযান পরিচালনা করেন।  

অভিযানে ছয়টি প্রতিষ্ঠানকে মোট এক লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রতিষ্ঠানগুলো হলো- লাভলী বেকারি ৩০ হাজার, ফাহিম ফুড ৪৫ হাজার, শাহী হোটেল  ও বেকারি  ১৫ হাজার এবং বিসমিল্লাহ্ হোটেল ও বেকারি ১৫ হাজার টাকা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা বিনতে রফিক বাংলানিউজকে জানান, অভিযানে গ্যাস-চুক্তি ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা অনুযায়ী বিভিন্ন অনিয়মের অভিযোগে ছয়টি প্রতিষ্ঠানকে এক লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহযোগিতা করেন জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ ও বেগমগঞ্জ থানা পুলিশ।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২০
এমআরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ