ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

জাতীয়

পদ্মাসেতুতে বসছে ২১তম স্প্যান 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৩, জানুয়ারি ১৪, ২০২০
পদ্মাসেতুতে বসছে ২১তম স্প্যান 

মুন্সিগঞ্জ পদ্মাসেতু এলাকা থেকে: শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মাসেতুর ২১ তম স্প্যান ৩২ ও ৩৩ নম্বর পিলারের উপর বসানোর কাজ চলছে। স্প্যানটি বসানো গেলে দৃশ্যমান হবে সেতুর ৩ হাজার ১৫০ মিটার। 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে আবহাওয়া জনিত কারণে কিছুটা দেরিতে ১১টায় স্প্যান বসানোর কার্যক্রম শুরু হয়।  

সকাল ৯টা ২০ মিনিটের দিকে মুন্সিগঞ্জের মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটিকে নিয়ে যায় 'তিয়ান ই' ভাসমান ক্রেন।

নির্ধারিত পিলারের কাছে পৌঁছায় সকাল ১১টার দিকে। ২০ তম স্প্যান বসানোর ১৪ দিনের মাথায় বসতে যাচ্ছে ২১ তম স্প্যানটি।

পদ্মাসেতুর ৪২টি পিলারের মধ্যে কাজ শেষ হয়েছে ৩৬টি পিলারের। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ