ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

জাতীয়

আসাদগেটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো চালকের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৭, জানুয়ারি ১৪, ২০২০
আসাদগেটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো চালকের

ঢাকা: রাজধানীর আসাদগেট এলাকায় ট্রাকের ধাক্কায় আব্দুল কাদের (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) দিনগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল কাদেরের বাড়ি কুমিল্লা দাউদকান্দি উপজেলায়।

থাকতেন মিরপুর-১ এর লালকুঠি বড় মসজিদের পাশে। এলাকায় তার ফাহাদ ফুড অ্যান্ড বেকারি নামের একটি ব্যাবসা প্রতিষ্ঠান রয়েছে।

নিহতের ছোট ভাই জোবায়ের হোসেন বলেন, রাতে মোটরসাইকেল নিয়ে তিনি টাকা কালেকশনে বের হয়েছিলেন। আসাদগেট এলাকায় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে ভর্তি করলে চিকিৎসাধীন রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।

শেরে-বাংলা নগর থানার ডিউটি কর্মকর্তা (এসআই) হাফিজুর রহমান জানান, ট্রাকের ধাক্কায় প্রথমে আহত হন আব্দুল কাদের। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন তার মৃত্যু হয়। ঘটনার পরপরই পুলিশ ট্রাকটি জব্দ করেছে। তবে, চালক পালিয়ে গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ