ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

জাতীয়

সিলেটে লেগুনার ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৮, জানুয়ারি ১৩, ২০২০
সিলেটে লেগুনার ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সিলেট: সিলেটে লেগুনার ধাক্কায় শোভন নন্দী (১৭) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
 

সোমবার (১৩ জানুয়ারি) দুপুর দেড়টায় সিলেট-সুনামগঞ্জে সড়কে বিশ্বনাথ উপজেলার দিঘলী কাজিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শোভন নন্দী দিঘলী গ্রামের বাসিন্দা শুভাষ নন্দীর ছেলে।

তিনি সিলেট এমসি কলেজে উচ্চ মাধ্যমিকে অধ্যয়নরত ছিলেন।

দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী একই এলাকার বাসিন্দা আনন্দ ঘোষের ছেলে আকাশ ঘোষ (১৭) গুরুতর আহত হন।

স্থানীয় সূত্র জানায়, শোভন ও আকাশ মোটরসাইকেলে এমসি কলেজে আসছিলেন। পথে তাদের মোটরসাইকেলকে একটি লেগুনা ধাক্কা দিলে ঘটনাস্থলে দু’জনই গুরুতর আহত হন।

পরে উভয়কে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক শোভনকে মৃত ঘোষণা করেন।  

আহত আকাশকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে জানান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম মুসা বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
এনইউ/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।