ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

জাতীয়

পোরশায় ট্রলি দুর্ঘটনায় যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৭, জানুয়ারি ১৩, ২০২০
পোরশায় ট্রলি দুর্ঘটনায় যুবক নিহত

নওগাঁ: নওগাঁর পোরশায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি দুর্ঘটনায় জুয়েল (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন মজিবর নামে আরও একজন।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলায় ছাতনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জুয়েল একই উপজেলার মিছিরা মলপাড়া গ্রামের আজিজুলের ছেলে এবং আহত মজিবর একই গ্রামের মৃত সোবহানের ছেলে।

 

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বাংলানিউজকে জানান, দুপুরে সরাইগাছি থেকে শ্যালো ইঞ্জিনচালিত একটি ট্রলি চালিয়ে নিতপুরের দিকে যাচ্ছিলেন জুয়েল ও মজিবর। পথে ছাতনতলী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি উল্টে যায়। এতে ট্রলিচাপায় ঘটনাস্থলেই জুয়েলের মৃত্যু হয় এবং মজিবর আহত হন। স্থানীয়রা আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।