ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

জাতীয়

শিক্ষা উপমন্ত্রীর পিও পরিচয়ে অসাধু কর্মকাণ্ডে থানায় জিডি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৮, জানুয়ারি ১৩, ২০২০
শিক্ষা উপমন্ত্রীর পিও পরিচয়ে অসাধু কর্মকাণ্ডে থানায় জিডি

ঢাকা: শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর ব্যক্তিগত কর্মকর্তা (পিও) পরিচয় দিয়ে রেজাউল হোসেন রেজা নামের এক ব্যক্তি অসাধু কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন অভিযোগে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হোসেন খান বাংলানিউজকে জানান, রেজাউল করিম রেজা নামে শিক্ষা উপমন্ত্রীর কোনো ব্যক্তিগত কর্মকর্তা নেই। ভুয়া পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে তিনি ব্যক্তিগত কার্ড এবং শিক্ষা মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়ি ব্যবহার আসছেন।

তার ব্যবহৃত মোবাইল নম্বর- ০১৬৩৬-৮৬২৯০০।

এদিকে ওই ভুয়া ব্যক্তিগত কর্মকর্তা থেকে সবাইকে সাবধান থাকারও পরামর্শ দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান এক বিবৃতি দিয়েছেন।

শিক্ষা উপমন্ত্রী বিবৃতিতে জানান, শিক্ষা মন্ত্রণালয়ের সকল সেবা যথাযথ নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়। কুচক্রী মহলের প্রতারণা থেকে সাবধান থাকার জন্য বিবৃতিতে সবার প্রতি তিনি আহ্বান জানান।

অসাধু কর্মকাণ্ডের অভিযোগে রেজাউল হোসেন রেজার বিরুদ্ধে চট্রগ্রাম মহানগরীর কোতোয়ালী থানায় ৮ জানুয়ারি সাধারণ ডায়েরি করা হয়েছে।

বর্তমানে শিক্ষা উপমন্ত্রীর একান্ত সচিব (পিএস) হিসেবে মো. শাহগীর আলম এবং মো. সুলতান আহমেদ ব্যক্তিগত কর্মকর্তা (পিও) হিসেবে দায়িত্ব পালন করছেন।
 
বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
এমআইএইচ/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।