ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

জাতীয়

গণজাগরণের মানুষ ছিলেন অজয় রায়

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫২, জানুয়ারি ১৩, ২০২০
গণজাগরণের মানুষ ছিলেন অজয় রায় অজয় রায়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেছেন, অজয় রায় ছিলেন গণজাগরণের মানুষ। বাংলাদেশের স্বাধীনতাপূর্ব ও উত্তর সকল আন্দোলনেই তিনি সক্রিয়ভাবে জড়িত ছিলেন। 

রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে এক স্মরণ সভায় এসব কথা বলেন তিনি। অধ্যাপক ড. অজয় রায় স্মরণ নাগরিক কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী এতে সভাপতিত্ব করেন।

আবুল কাশেম ফজলুল হক বলেন, তিনি (অজয় রায়) সবসময়ই মার্কসবাদ ও সমাজতন্ত্রের সমর্থক ছিলেন। তিনি মনে করতেন, শুধু সংবিধানে লিখলে হবে না- সমাজতন্ত্রকে বাস্তবায়ন করতে হবে। তিনি রাজনৈতিকভাবে সচেতন ছিলেন, যদিও তিনি কোনো সংগঠনের সক্রিয় কর্মী ছিলেন না।  

মানবাধিকার কর্মী সুলতানা কামাল বলেন, অজয় রায় তার চারিত্রিক বৈশিষ্ট্যের দিক দিয়ে একজন অনন্য মানুষ হিসেবে আমাদের কাছে অধিষ্ঠিত থাকবেন। তিনি যা বিশ্বাস করতেন, তার কথা বলতেন এবং সে অনুসারে কাজ করতেন। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে অসাম্প্রদায়িক ও মানবিক সব আন্দোলনে তার অসামান্য ভূমিকা রয়েছে।

স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক মুশতাক হোসেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক কাবেরী গায়েন, অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
এসকেবি/ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।