ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

জাতীয়

রাজাপুরে ব্রিজ ভেঙে যোগাযোগ বন্ধ, দুর্ভোগে বাসিন্দারা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩৫, ডিসেম্বর ১১, ২০১৯
রাজাপুরে ব্রিজ ভেঙে যোগাযোগ বন্ধ, দুর্ভোগে বাসিন্দারা ভাঙা ব্রিজ। ছবি: বাংলানিউজ

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর উপজেলায় গাছবোঝাই নৌকার ধাক্কায় ২শ ২৫ ফুট দীর্ঘ আইরন ব্রিজ ভেঙে পড়েছে। এতে যাত্রীবাহী গাড়িসহ বিভিন্ন যানবাহন বন্ধ হয়ে পার্শ্ববর্তী কাউখালী উপজেলার সঙ্গে এ উপজেলার যোগাযোগ বন্ধ রয়েছে।

ফলে চরম দুর্ভোগে পড়েছে স্থানীয় স্কুল, কলেজ, মাদ্রাসাসহ মোট সাতটি শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ জনতা।

বুধবার (১১ ডিসেম্বর) ভোরে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের তালুকদার হাট সংলগ্ন সন্ধ্যানদীর ওপর নির্মিত ব্রিজটি ভেঙে এ পরিস্থিত তৈরি হয়।

ভাঙা ব্রিজ।  ছবি: বাংলানিউজস্থানীয় মো. আলতাফ হোসেন, মো. আবুল কালাম ও আব্দুল হাই মোল্লা জানান, এ নদীতে প্রতিদিন বালুবাহী জাহাজ আসা যাওয়ায় কারণে জাহাজের ধাক্কায় কয়েক মাস আগেই ব্রিজটিতে ফাটল দেখা দেয়। ঘটনার দিন বুধবার ভোরে একটি গাছবোঝাই নৌকার ধাক্কায় ব্রিজের মাঝ অংশ পুরোপুরি নদীতে পড়ে যায়। এতে ওই নৌকাটি তার নিচে চাপা পড়ে। তবে, এ ঘটনায় কেউ আহত হয়নি।

স্থানীয় মাদ্রাসাশিক্ষার্থী হাফিজা, জুথি জানায়, ব্রিজ ভাঙার কারণে আমাদের মাদ্রাসায় আসতে খুব কষ্ট হচ্ছে। মাদ্রাসায় বার্ষিক পরীক্ষা চলার কারণে অনেক ঝুঁকি নিয়ে খেয়ায় নদী পার হতে হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহাগ হাওলাদার জানান, বিষয়টি তিনি জানার পরপরই সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের অবগত করেছেন। তারা এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবেন।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৯
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ