ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

গাজীপু‌রে ইয়াবাসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৩, ডিসেম্বর ১০, ২০১৯
গাজীপু‌রে ইয়াবাসহ আটক ২

গাজীপুর: ‌গাজীপু‌র সি‌টি কর‌পো‌রেশ‌নের চান্দনা চৌরাস্তা এলাকা থে‌কে পাঁচ হাজার ৯২০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক ক‌রে‌ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

সোমবার (৯ ডি‌সেম্বর) রা‌তে তা‌দের আটক করা হয়।

আটক দুইজন হলেন- গাজীপু‌রের শ্রীপুর উপ‌জেলার টে‌পিরবা‌ড়ি এলাকার মো. দুলাল মিয়ার ছে‌লে মো. সুমন হাসান (২১) ও উ‌জিলাব এলাকার মো. ম‌তিন মিয়ার ছে‌লে মাহফুজ আহ‌ম্মেদ (২২)।

গাজীপু‌রের র‌্যাব-১’র কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে সিটি কর‌পো‌রেশ‌নের বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকায় অ‌ভিযান চালা‌নো হয়। প‌রে এসএ প‌রিবহ‌নের সাম‌নে থে‌কে মো. সুমন হাসান ও মাহফুজ আহ‌ম্মেদকে আটক করা হয়।  

এসময় তা‌দের কাছ থে‌কে পাঁচ হাজার ৯২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। কক্সবাজার থে‌কে কু‌রিয়ার সা‌র্ভিস এসএ প‌রিবহ‌নের মাধ্য‌মে ইয়াবাগুলো আনা হয়েছে।  

আটক দুইজনের বিরু‌দ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হ‌চ্ছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
আরএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।