ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

নীলফামারীতে ৪৫ টাকা কেজিতে টিসিবির পেঁয়াজ বিক্রি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:১১, ডিসেম্বর ১০, ২০১৯
নীলফামারীতে ৪৫ টাকা কেজিতে টিসিবির পেঁয়াজ বিক্রি

নীলফামারী: পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণ ও ভোক্তাদের সাধ্যের মধ্যে প্রাপ্তি নিশ্চিত করতে ৪৫ টাকা কেজি দরে নীলফামারী শহরের পেঁয়াজ বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। 

সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক (ডিসি) কার্যালয় চত্বরে এ পেঁয়াজ বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন ডিসি হাফিজুর রহমান চৌধুরী।  

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ ও ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) নীলফামারী জেলা শাখার সভাপতি আব্দুল ওয়াহেদ সরকার।

 

ডিসি হাফিজুর রহমান চৌধুরী বাংলানিউজকে জানান, খোলা বাজারে আগামী চারদিন প্রতিদিন একটন করে চার টন টিসিবির পেঁয়াজ বিক্রি করা হবে। ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ কিনতে পারবে ক্রেতারা।  

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।