ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

জাতীয়

কবি রবিউলের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৪, নভেম্বর ২৬, ২০১৯
কবি রবিউলের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক কবি রবিউল হুসাইন ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

ঢাকা: একুশে পদকপ্রাপ্ত কবি ও স্থপতি রবিউল হুসাইনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

মঙ্গলবার (২৬ নভেম্বর) এক শোকবার্তা সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, কবি রবিউল হুসাইনের মৃত্যু বাংলাদেশের সাহিত্য জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি তার কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।

মন্ত্রী কবি রবিউল হুসাইনের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে সোমবার (২৫ নভেম্বর) মধ্যরাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিউল হুসাইন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। দীর্ঘদিন ধরেই তার শরীরে রক্ত তৈরি হচ্ছিল না। এজন্য তিনি বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
ডিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।