ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

খাগড়াছড়িতে নারী-শিশু সহিংসতা প্রতিরোধের দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৮, নভেম্বর ২৫, ২০১৯
খাগড়াছড়িতে নারী-শিশু সহিংসতা প্রতিরোধের দাবিতে মানববন্ধন

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

সোমবার (২৫ নভেম্বর) শহরের শাপলা চত্বরে এ মানববন্ধন আয়োজন করে খাগড়াছড়ি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ মঞ্চ। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বেশকিছু এনজিও ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

 

সামাজিক সংগঠন কাবিদাং’র নির্বাহী পরিচালক লালসা চাকমার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- অধ্যাপক মধু মঙ্গল চাকমা, টিআইবি-সনাকের সদস্য অংসুই মারমা, খাগড়াছড়ি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ মঞ্চের সদস্য সচিব সাংবাদিক আবু দাউদ, খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি’র  (কেএমকেএস) সদস্য কাজল ত্রিপুরা, মারমা স্টুডেন্টস ফোরামের নিঅংগ্য মারমা, ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের দহেন ত্রিপুরা, জাবারাং’র গিতিকা ত্রিপুরা, নিশি ত্রিপুরা প্রমুখ।

বক্তারা নারী ও শিশুর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধে প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান। এছাড়া সমাজের প্রত্যেককে নারী ও শিশুর প্রতি সহানুভূতিশীল ও যত্নবান হওয়ার আহ্বান জানান তারা।  

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, ২৫ নভেম্বর, ২০১৯
এডি/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ