ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

মহেশপুর সীমান্তে নারীসহ আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৫, নভেম্বর ২৫, ২০১৯
মহেশপুর সীমান্তে নারীসহ আটক ৪

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরে ভারত সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

সোমবার (২৫ নভেম্বর) ভোর রাতে ঝিনাইদহ মহেশপুর উপজেলার জলুলী বিওপির অধীন মাঠপাড়া সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

ঝিনাইদহের খালিশপুর বিজিবি’র ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল কামরুল আহসান বাংলানিউজকে জানান, রোববার (২৪ নভেম্বর) রাতে জলুলী বিওপির মাঠপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় চারজনকে আটক করা হয়।

আটকদের মধ্যে রয়েছে দুই পুরুষ ও দুই নারী রয়েছেন। তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

আটকরা নিজেদের বাংলাদেশের নাগরিক বলে দাবি করছেন। তাদের নামে মহেশপুর থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, এ নিয়ে ৫৮ ব্যাটালিয়ানের আওতায় ঝিনাইদহ সীমান্তে অবৈধ প্রবেশের সময় নভেম্বর মাসে মোট ২২৯ জনকে আটক করে বিজিবি।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ