ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

গুলিস্তানে নকল ব্যাটারি তৈরির কারখানায় অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৮, নভেম্বর ২৫, ২০১৯
গুলিস্তানে নকল ব্যাটারি তৈরির কারখানায় অভিযান ব্যাটারি তৈরির কারখানা।

ঢাকা: রাজধানীর গুলিস্তানে হল মার্কেটের নয়তলায় একটি নকল ব্যাটারি তৈরির কারখানার সন্ধান পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৫ নভেম্বর) সকাল থেকে ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ওই কারখানায় এ অভিযান শুরু হয়।

তিনি জানান, হল মার্কেটের নয়তলায় অভিযান চালিয়ে নকল ব্যাটারি তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে।

এখানে বিভিন্ন ব্র্যান্ডের নকল ব্যাটারি তৈরি করে বাজারজাত করা হচ্ছিল।

তিনি আরও জানান, অভিযান চলমান রয়েছে, অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
পিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ