ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

বেনাপোলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৪, নভেম্বর ২৫, ২০১৯
বেনাপোলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত নিহত শহর আলী। ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোলে সড়ক দুর্ঘটনায় শহর আলী (২৫) নামে এক যুবক  নিহত হয়েছেন।

সোমবার (২৫ নভেম্বর) ভোরে বেনাপোলের ভবারবেড় বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। শহর আলী বেনাপোল পৌরসভার ভবারবেড় গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, ভোরে শহর আলী বাড়ি থেকে বের হয়ে বাইপাস সড়ক পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় মারা যান। তাদের ধারণা সড়ক পারাপারের সময় বাস অথবা ট্রাকের ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) পিন্টু লাল দাস বাংলানিউজকে জানান, ঘটনাস্থল থেকে শহর আলীর মরদেহ উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।