ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

বাগেরহাটে বুদ্ধিপ্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৭, নভেম্বর ২৫, ২০১৯
বাগেরহাটে বুদ্ধিপ্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার তাসকিন। ছবি: বাংলানিউজ

বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাট উপজেলা থেকে তাসকিন (১০) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার পাইকপাড়া গ্রামের বড় মসজিদের পাশের একটি পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়। তাসকিন ফকিরহাট উপজেলার পাইকপাড়া এলাকার মোহাম্মদ আবু মুসার ছেলে।

পরিবারের বরাত দিয়ে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনম খায়রুল আলম বাংলানিউজকে বলেন, গত শনিবার (২৩ নভেম্বর) বিকেল থেকে নিখোঁজ ছিল তাসকিন। তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। সে বুদ্ধিপ্রতিবন্ধী। ধারণা করা হচ্ছে মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে ডুবে তার মৃত্যু হতে পারে।  

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান ওসি আনম।
 
বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।