ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

পান্তাভাত খেয়ে হাসপাতালে ৯ শ্রমিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫৪, নভেম্বর ২৪, ২০১৯
পান্তাভাত খেয়ে হাসপাতালে ৯ শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা, ছবি: বাংলানিউজ

বগুড়া: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় পান্তাভাত খেয়ে নয়জন ধান কাটা শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (২৪ নভেম্বর) অসুস্থ হয়ে পড়া শ্রমিকরা উপজেলার বিজরুল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, উপজেলার কাথম বেরাগাড়ী গ্রামের বাসিন্দা সোহেল হোসেন ধান কাটার জন্য কয়েকদিন আগে ১০ জন শ্রমিক নেন।

শনিবার (২৩ নভেম্বর) সকালে সোহেল হোসেনের বাড়িতে পান্তাভাত খেয়ে তারা ধান কাটার কাজে মাঠে চলে যায়। পরে তাদের পেট ব্যথা, বমি ও পাতলা পায়খানা শুরু হয়। একপর্যায়ে সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়া শ্রমিকদের উদ্ধার করে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অসুস্থ শ্রমিকরা হলেন- কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার আব্দুল হামিদ (৩৬), দেলবর রহমান (৩৮), সেকেন্দার আলী (৫৫), মজমুল হক (৩৭), আকরাম হোসেন (৪০), শহিদুল ইসলাম (৩৯), শহিদ হোসেন (৩৪), তায়জুল ইসলাম (৩৫) ও শাহ আলম (৪০)।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মণ্ডল বাংলানিউজকে জানান, কয়েকজন শ্রমিক হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের সব ধরনের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
কেইউএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ