ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

সুনামগঞ্জে বনের ঝোপ থেকে নবজাতক উদ্ধার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৮, নভেম্বর ২৪, ২০১৯
সুনামগঞ্জে বনের ঝোপ থেকে নবজাতক উদ্ধার 

সুনামগঞ্জ: সুনামগঞ্জের দিরাই পৌর-এলাকায় বনের ঝোপ থেকে এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে।  সন্তানকে রাত সাড়ে ১১টার দিকে উদ্ধার করেছে দিরাই থানা পুলিশ।

শনিবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পৌর-এলাকার মজলিশপুর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

কেএম নজরুল বলেন, পৌর এলাকার নিতাই দাসের বাড়ির পেছনে বনের মধ্যে হঠাৎ একটি নবজাতক শিশুর সন্ধান পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে।  

ওসি বলেন, উদ্ধার নবজাতকের নাভিতে ক্লিপ লাগানো ছিলো। ধারণা করা হচ্ছে হাসপাতাল বা প্রশিক্ষণপ্রাপ্ত ধাত্রী দ্বারা শিশুটিকে প্রসব করানো হয়েছে। পরে বনের মধ্যে তাকে ফেলে যাওয়া হয়। আমরা এ ব্যাপারে খোঁজখবর নিচ্ছি।

বাংলাদেশ  সময়: ০৭১৬  ঘন্টা,  নভেম্বর ২৪,  ২০১৯
পিএস/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।