ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

ঢামেক থেকে মোবাইল চুরির অপরাধে ৪ শিশু আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৫৬, নভেম্বর ২৪, ২০১৯
ঢামেক থেকে মোবাইল চুরির অপরাধে ৪ শিশু আটক

ঢাকা: ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে রোগীর মোবাইল চুরি করার সময় ৪ শিশুকে আটক করেছে হাসপাতালের আনসার সদস্যরা। পরে তাদের শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। ওই শিশুদের বয়স ৮ থেকে ১১ বছরের মধ্যে।

শনিবার (২৩ নভেম্বর) তাদের আটক করা হয়।

৩০৩ নম্বর ওয়ার্ডে ভর্তি রোগী মো. ইস্রাফিল জানান, বেডের পাশে মোবাইল চার্জে রেখে তিনি বাইরে বের হন।

এই সুযোগে ওই ৪ শিশু মোবাইল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তিনি তা দেখতে পেয়ে তাদের ধরে ফেলেন এবং দায়িত্বরত আনসার সদস্যদের হাতে তুলে দেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, হাসপাতালের ৩০৩ নম্বর ওয়ার্ডে রোগীদের বেডের পাশ থেকে মোবাইল চুরি করছিল ওই ৪ শিশু। তখন ওয়ার্ডের রোগীর স্বজনরা ও আনসার সদস্যরা তাদেরকে হাতেনাতে আটক করে। পরে তাদের শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।  তাদের বয়স ৮ থেকে ১১ বছরের মধ্যে।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
এজেডএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।