ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

ঝিনাইদহে কিং ব্র্যান্ড সিমেন্টের কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৫২, নভেম্বর ২৪, ২০১৯
ঝিনাইদহে কিং ব্র্যান্ড সিমেন্টের কর্মশালা

ঝিনাইদহ: ঝিনাইদহে কিং ব্র্যান্ড সিমেন্টের বাড়ি নির্মাণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) রাতে শহরের একটি কমিউনিটি সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় বাড়ি নির্মাণের কলাকৌশল, রড, সিমেন্ট, ইট, বালি ইত্যাদি ব্যবহারের সঠিক পদ্ধতি সম্পর্কে বাড়ির মালিকদের ধারণা দেওয়া হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের মার্কেটিং ফাংশনের ম্যানেজার মো. সাইফুল ইসলাম রুবেল। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় সেলস ম্যানেজার নুরুল ইসলাম।

অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী তৌহিদ ইমাম। আর টেকনিক্যাল সেশন উপস্থাপনা করেন বসুন্ধরা গ্রুপের টেকনিক্যাল সাপোর্ট বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ প্রকৌশলী মো. কাওসার হোসেন। এছাড়াও স্থানীয় ব্যবসায়ী হাজী জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় ঝিনাইদহের ৭০ জন বাড়ির মালিক অংশ নেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারী বাড়ির মালিকদের মধ্যে র‌্যাফেল ড্র’র পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।