ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

গৌরনদীতে অস্ত্রের মুখে বিধবাকে ধর্ষণ, থানায় মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫৩, নভেম্বর ২৩, ২০১৯
গৌরনদীতে অস্ত্রের মুখে বিধবাকে ধর্ষণ, থানায় মামলা

বরিশাল: বরিশালের গৌরনদীতে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ২৫ বছর বয়সী এক বিধবাকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

গত ১৮ নভেম্বর রাতের ওই ঘটনায় ভিকটিমই বাদী হয়ে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, গৌরনদী উপজেলা সদরের আশোকাঠি গ্রামের ওই বিধবার বাবা-মা গত ১৮ নভেম্বর রাত ১০টার দিকে তাকে ঘরে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে গৌরনদী বন্দরে যান।

এ সুযোগে রাত সাড়ে ১০টার দিকে প্রতিবেশী রাজন খান (২৯) কৌশলে তাদের ঘরে ঢুকে চাকু ধরে জিম্মি করে ওই নারীকে ধর্ষণ করেন।  

রাত পৌনে ১১টার দিকে ওই নারীর বাবা-মা বাড়ি ফিরে এলে তাদের উপস্থিতি টের পেয়ে রাজন খান পালিয়ে যান। তখন ওই তরুণীর বাবা-মায়ের চিৎকারে এলাকাবাসী জড়ো হয়ে ধর্ষককে পিছু ধাওয়া করলেও ধরতে পারেনি।

মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. মাহাবুবুর রহমান বাংলানিউজকে জানান, এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে শুক্রবার (২২ নভেম্বর) রাতে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। অভিযুক্ত পলাতক রয়েছে।  

মেডিক্যাল পরীক্ষার জন্য পুলিশ শনিবার (২৩ নভেম্বর) সকালে ওই নারীকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে বলেও জানান ওসি-তদন্ত।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
এমএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।