ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

নওগাঁর অভ্যন্তরীণ রুটে বাস চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৩, নভেম্বর ২৩, ২০১৯
নওগাঁর অভ্যন্তরীণ রুটে বাস চলাচল শুরু বাস চলাচল শুরু। ছবি: বাংলানিউজ

নওগাঁ: নওগাঁয় পরিবহন শ্রমিকদের ধর্মঘটের ৬ দিন পর শুরু হয়েছে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল।

শনিবার (২৩ নভেম্বর) সকাল থেকে জেলার সব রুটে বাস চলাচল শুরু হয়। পাশাপাশি চালু হয়েছে ট্রাক-ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান পরিবহন।

নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক বাংলানিউজকে জানান, আজ সকাল থেকে বাস চলাচল শুরু হয়েছে। কারো নির্দেশনায় নয় শ্রমিক নিজেরাই বাস চালাতে শুরু করেছেন।

বাস চালকরা বলেন, দেশের অন্য জেলায় বাস চলাচল অনেক আগেই শুরু হয়েছে। এ কারণে নওগাঁতে আজ থেকে আমরা বাস চালানো শুরু করেছি।  

বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।