ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৩, নভেম্বর ২২, ২০১৯
পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

মানিকগঞ্জ: কুয়াশা কমে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে।

শুক্রবার (২২ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে এ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া সেক্টরের ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান বাংলানিউজকে বলেন, সকাল ৬টার দিকে কুয়াশা বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিলো।

কুয়াশা কমে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে পাটুরিয়া ঘাটে যাত্রীবাহী পরিবহন নেই তবে ৮০টির মতো পণ্যবোঝাই ট্রাক পারের জন্য অপেক্ষায় রয়েছে। এছাড়া ছোট ব্যক্তিগত গাড়ি (প্রাইভেটকার) ৫ নম্বর ঘাট দিয়ে সরাসরি পার হচ্ছে। ১৪টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৮৩১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।