ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৭, নভেম্বর ২২, ২০১৯
সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মৃত্যু

কিশোরগঞ্জ: গাজীপুরে সড়ক দুর্ঘটনায় হারুন অর রশীদ নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় গাজীপুরের শিববাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হারুন অর রশীদ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার নারান্দী এলাকার মুক্তিযোদ্ধা কুতুব আলীর ছেলে।

তিনি নারান্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।  

বিষয়টি নিশ্চিত করে নিহতের ছোট ভাই নারান্দী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ভিপি শফিকুল ইসলাম শফিক বাংলানিউজকে জানান, সিএনজি চালিত অটোরিকশা করে হারুন অর রশীদ ঢাকা যাচ্ছিলেন। পথে গাজীপুরের শিববাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ০৬৪৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৯ 
কেএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।