ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

নম্বরপ্লেট বিহীন বিআরটিসি বাস ফেরত পাঠালেন শ্রমিকরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪২, নভেম্বর ২২, ২০১৯
নম্বরপ্লেট বিহীন বিআরটিসি বাস ফেরত পাঠালেন শ্রমিকরা

নীলফামারী: নম্বরপ্লেট বিহীন সরকারি বিআরটিসি বাস আটক করেছেন সৈয়দপুর বাস টার্মিনালের মোটর শ্রমিকরা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত ১১ টার দিকে তারা বাস আটক করেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত প্রশাসন এসে তা সমাধানের চেষ্টা করে এবং সর্বশেষ বিআরটিসি বাস যেখান থেকে এসেছিল সেখানে ফেরত পাঠানো হয়েছে। কোনো রেজিস্ট্রেশন বিহীন গাড়ী সৈয়দপুরে ঢুকতে দেওয়া হবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিকরা।

এ বিষয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, বিআরটিসি দ্বিতল বাসটি শ্রমিকদের বাঁধার মুখে গন্তব্যে ফিরে গেছে।

বাংলাদেশ সময় ০৬৪১ ঘন্টা, নভেম্বর ২২, ২০১৯
ডিএন/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।