ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

নবাবগঞ্জে অটোরিকশাচাপায়  কলেজছাত্র  নিহত

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৬, নভেম্বর ২১, ২০১৯
নবাবগঞ্জে অটোরিকশাচাপায়  কলেজছাত্র  নিহত

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার চাপায় জয় সরকার (২৩) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টায় উপজেলার শোল্লা সড়কের চন্দখোল্রা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জয় সরকার ওই এলাকার পূর্ণ সরকারের ছেলে।

সে দোহার-নবাবগঞ্জ কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্র ছিল।

স্থানীয় ও প্রর্তক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় জয় সরকার তার বন্ধু আমিনের মোটরসাইকেলের পেছনে বসে শোল্লা থেকে বাড়ি ফিরছিলো। চন্দখোল্লা এলাকার সেতুর সামনে এলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা তাদের মোটরসাইকেলটিকে সামনে থেকে চাপা দেয়। এসময় মোটরসাইকেল থেকে ছিটকে জয় রাস্তার পাশে থাকা একটি গাছের ওপর গিয়ে পড়ে। স্থানীয়রা আহত জয়কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সে নিয়ে যায় এবং আহত জয়ের বন্ধুকে তার স্বজনরা ঢাকায় নিয়ে যায়। জয়কে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন বিশ্বাস বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন অটোরিকশাটি জব্দ করা হয়েছে তবে চালক পলাতক।

বাংলাদেশ সময়: ০৫৫৪ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৯

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।