ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে তীব্র যানজট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০৫, মে ২, ২০১৯
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে তীব্র যানজট

মুন্সিগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে সাত কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বুধাবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় দাউদকান্দি সেতু থেকে ফিদা পাম্প স্টেশন পর্যন্ত এ যানজট দেখা যায়।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কর্মকর্তা হাবিবুর রহমান বাংলানিউজকে বলেন, মহাসড়কের গজারিয়া অংশে সাত কিলোমিটার এলাকায় যানজট দেখা দিয়েছে।

গোমতী সেতুতে দু’টি গাড়ি বিকল হয়ে যাওয়ায় এ যানজট দেখা দেয়।

এরপর তা রেকার দিয়ে সরাতে সময় বেশি লাগায় এ যানজট নিরসনে দীর্ঘ সময় লাগে যাচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, মে ০১, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।