ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

হিন্দি বলতে না পারায় বাংলাদেশিকে বিএসএফের নির্যাতন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪০, মে ১, ২০১৯
হিন্দি বলতে না পারায় বাংলাদেশিকে বিএসএফের নির্যাতন বিএসএফের নির্যাতনের বর্ণনা দিচ্ছেন ফুলসুরাত বেগম

সাতক্ষীরা: হি‌ন্দিতে করা প্রশ্নের উত্তর দিতে না পারায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে ফুলসুরাত বেগম না‌মে এক বাংলাদেশি  যাত্রী আহত হয়েছেন।

বুধবার (১ মে) সকালে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা ই‌মি‌গ্রেশন সংলগ্ন বিএসএফ চেকপোস্টে এ ঘটনা ঘটে।  

আহত পাসপোর্ট যাত্রী ফুলসুরাত বেগম সাতক্ষীরা সদর উপজেলার পরানদহা গ্রামের মোহাম্মদ আকবর আলীর স্ত্রী।

ফুলসুরাত বেগম বলেন, চিকিৎসার জন্য ২৮ এপ্রিল ভারতে গিয়েছিলাম। সকালে ভারত থেকে ফেরার পথে ঘোজাডাঙ্গা বন্দরে পৌঁছালে বিএসএফ সদস্যরা আমার ব্যাগ তল্লাশি করে। এসময় তারা হিন্দিতে বিভিন্ন প্রশ্ন করলে আমি হিন্দি বুঝতে ও বলতে না পারায় উত্তর দিতে পারিনি। পরে তারা আমাকে বিএসএফ ক্যাম্পে নিয়ে কয়েক ঘণ্টা আটকে রেখে নির্যাতন করে। এরপর বিজিবি ও ভারতীয় ইমিগ্রেশন কর্মকর্তাদের হস্তক্ষেপে আমি সেখান থেকে মুক্তি পাই।  

তিনি আরও বলেন, এ ঘটনার পর ভারতীয় কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ করেছি।  

এ বিষয়ে ভোমরা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মুজিবর রহমান বাংলা‌নিউজ‌কে জানান, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমরা বিএসএফ কর্তৃপক্ষকে চিঠি পাঠাই। ইমিগ্রেশন কার্যক্রম শেষে তাকে বাংলাদেশ নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় ভুল শিকার করে বিএসএফ দুঃখ প্রকাশ করেছে।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, মে ০১, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।