ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

খাগড়াছড়িতে মহান মে দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৬, মে ১, ২০১৯
খাগড়াছড়িতে মহান মে দিবস পালিত

খাগড়াছড়ি: নানা আয়োজনে খাগড়াছড়িতে মহান মে দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার (১ মে) সকালে পৌর টাউনহল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের শাপলা চত্বরসহ প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউনহলের সামনে এসে শেষ হয়।

পরে পৌর টাউনহলেই দিবসটির গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
জেলা প্রশাসক শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা।
 
সভায় বক্তব্য রাখেন- খাগড়াছড়ি পাবর্ত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, পুলিশ সুপার আহমার উজ্জামান, পৌর মেয়র রফিকুল আলম, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি রণ বিক্রম ত্রিপুরা, সাবেক সংসদ সদস্য যতীন্দ্র লাল ত্রিপুরা, জেলা শ্রমিক লীগের আহ্বায়ক জানু শিকদার ও ট্রাক চালক সমিতির সাধারণ সম্পাদক ইউনুছ মিয়া প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, মে ০১, ২০১৯
এডি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।