ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কমলনগরে অটোরিকশার ধাক্কায় আহত গৃহবধূর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৭, মে ১, ২০১৯
কমলনগরে অটোরিকশার ধাক্কায় আহত গৃহবধূর মৃত্যু

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আহত গৃহবধূ জান্নাত বেগমের (৩০) মৃত্যু হয়েছে।

জান্নাত বেগম উপজেলার উত্তর চর লরেন্স গ্রামের প্রবাসী নুর হোসেনের স্ত্রী।

বুধবার (১ মে) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

দুপুরে নিহত জান্নাতের শ্বশুর আবুল কালাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

এরআগে সোমবার (২৯ এপ্রিল) তোরাবগঞ্জ-মতিরহাট সড়কের সওদাগর বেকারি এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় জান্নাত বেগম ও তার মেয়ে সামিহা (৩) আহত হন।  

স্থানীয়রা জানান, সোমবার জান্নাত তার তিন বছরের মেয়েকে নিয়ে বাবার বাড়ি থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে শ্বশুর বাড়ির সামনে পৌঁছান। অটোরিকশা থেকে নেমে রাস্তা পারাপারের সময় পেছন থেকে আরেকটি সিএনজিচালিত অটোরিকশা তাদের ধাক্কা দেয়। এতে মা-মেয়ে দুজনের গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য জান্নাতকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন বুধবার ভোরে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, মে ১, ২০১৯
এসআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।