বুধবার (১ মে) বেলা ১১টার দিকে বিয়াঘাট ইউনিয়নের দুর্গাপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে ওই যুবকের নাম-পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম বাংলানিউজকে বলেন, সকালের দিকে স্থানীয় লোকজন উপজেলার বিয়াঘাট ইউনিয়নের দুর্গাপুর এলাকার আত্রাই নদীতে একটি মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ বেলা ১১টার দিকে ঘটনাস্থল থেকে ওই যুবকের মরদেহটি উদ্ধার করে ময়না-তদন্তেরর জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।
তবে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহের গলায় ও হাতে তাবিজ লাগানো আছে। তাকে হত্যা করা হয়েছে নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ময়না-তদন্তের পরে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, মে ০১, ২০১৯
জিপি