ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

জৈন্তাপুরে যাত্রীবাহী বাস উল্টে দুই বোনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৬, মে ১, ২০১৯
জৈন্তাপুরে যাত্রীবাহী বাস উল্টে দুই বোনের মৃত্যু বাস উল্টে নিহতদের ঘিরে স্থানীয়দের ভিড়, ছবি: বাংলানিউজ

ঢাকা: সিলেটের জৈন্তাপুর উপজেলায় একটি যাত্রীবাহী বাস উল্টে দুই বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

নিহত দুইবোন হলো- লুবনা বেগম (১০) ও অহনা বেগম (৭)। তারা জৈন্তাপুর উপজেলার ফুলবাড়ি গ্রামের শওকত আলীর মেয়ে।

বুধবার (১ মে) দুপুর সোয়া ১টার দিকে সিলেট তামাবিল সড়কের জৈন্তাপুর উপজেলার বৈঠাখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি (সিলেট জ-০৪০০৯৯) জৈন্তাপুর থেকে সিলেট যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছে অন্য একটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে গিয়ে রাস্তার ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলে লুবনা ও অহনার মৃত্যু হয়। এছাড়া আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাঈনুল জাকির বাংলানিউজকে জানান, বাসটি ঘটনাস্থলে পৌঁছে অন্য একটি যাত্রীবাহী বাসকে ওভারকেট করতে গিয়ে রাস্তার ওপর উল্টে যায়। এতে দুইজন নিহত ও কমপক্ষে ১৫জন আহত হয়েছেন। আহত মধ্যে গুরুতর আহতাবস্থায় তিনজনকে উদ্ধার করে  সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিসিৎসা নিচ্ছেন।

এছাড়া ঘটনাস্থল থেকে বাসটি উদ্ধার করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, মে ০১, ২০১৯
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।