নিহত দুইবোন হলো- লুবনা বেগম (১০) ও অহনা বেগম (৭)। তারা জৈন্তাপুর উপজেলার ফুলবাড়ি গ্রামের শওকত আলীর মেয়ে।
বুধবার (১ মে) দুপুর সোয়া ১টার দিকে সিলেট তামাবিল সড়কের জৈন্তাপুর উপজেলার বৈঠাখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি (সিলেট জ-০৪০০৯৯) জৈন্তাপুর থেকে সিলেট যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছে অন্য একটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে গিয়ে রাস্তার ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলে লুবনা ও অহনার মৃত্যু হয়। এছাড়া আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাঈনুল জাকির বাংলানিউজকে জানান, বাসটি ঘটনাস্থলে পৌঁছে অন্য একটি যাত্রীবাহী বাসকে ওভারকেট করতে গিয়ে রাস্তার ওপর উল্টে যায়। এতে দুইজন নিহত ও কমপক্ষে ১৫জন আহত হয়েছেন। আহত মধ্যে গুরুতর আহতাবস্থায় তিনজনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিসিৎসা নিচ্ছেন।
এছাড়া ঘটনাস্থল থেকে বাসটি উদ্ধার করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, মে ০১, ২০১৯
এনইউ/ওএইচ/