ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

শ্রমিকের রক্ত-ঘাম থেকে পৃথিবীর যত উন্নয়ন: কৃষিমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৯, মে ১, ২০১৯
শ্রমিকের রক্ত-ঘাম থেকে পৃথিবীর যত উন্নয়ন: কৃষিমন্ত্রী বক্তব্য রাখছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। ছবি: বাংলানিউজ

টাঙ্গাইল: কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, পৃথিবীর যত উন্নয়ন হয়েছে শ্রমিকের রক্ত এবং ঘাম থেকে। শ্রমিকদের অমানুষিক পরিশ্রম করিয়ে তাদের কম মজুরি ও কম সুযোগ-সুবিধা দিয়ে যত লাভ করা যায়। সেখানে কোনো মানবিক দিক এবং শ্রমিকের ন্যায্য দাবি-দাওয়া শোনা হতো না।

বুধবার (০১ মে) মহান মে দিবস উপলক্ষে টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশন ধনবাড়ী উপজেলা শাখার উদ্যোগে ধনবাড়ী  বাসস্ট্যান্ড চত্বরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুর রাজ্জাক বলেন, বছরের পর বছর শ্রমিকরা বিভিন্ন জায়গায় বিদ্রোহ করেছে, দাবি-দাওয়া আদায় করেছে।

দেশ আজ উন্নয়নের পথে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় শ্রমিকের স্বার্থ দেখেছেন। বাংলাদেশের সর্বোচ্চ আয় এবং বৈদেশিক মুদ্রা আসে গার্মেন্টস সেক্টর থেকে। এই গার্মেন্টস সেক্টরে শ্রমিকরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজ করে। জরুরি কাজের সময় শ্রমিকরা কারখানায় খায় এবং কারখানাতেই ঘুমায়।  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গার্মেন্ট কর্মীদের জন্য ন্যূনতম বেতন নির্ধারণ করে দিয়েছেন।  

কৃষিমন্ত্রী বলেন, আমি অনুরোধ করবো- আপনারা যারা শ্রমিক তারা দায়িত্বশীল হবেন। গাড়ির মালিকরা গাড়ি চালাতে দক্ষ চালকের হাতে গাড়ি দেবেন। অদক্ষ চালকের পরিণতি এবং পরিনাম খুবই খারাপ।  

তিনি আরো বলেন, সরকার সারের দাম কমিয়েছে। বর্তমানে দেশে সারের কোনো অভাব নাই। চাষাবাদের জন্য কৃষি যন্ত্রপাতিতে ভতুর্কি আরো বাড়ানো হবে। যাতে কৃষকরা কৃষি যন্ত্রপাতি কিনতে পারেন।  
 
টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশন ধনবাড়ী উপজেলা শাখার সভাপতি মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ হিরা, পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, মে ০১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।