বুধবার (০১ মে) মহান মে দিবস উপলক্ষে টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশন ধনবাড়ী উপজেলা শাখার উদ্যোগে ধনবাড়ী বাসস্ট্যান্ড চত্বরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুর রাজ্জাক বলেন, বছরের পর বছর শ্রমিকরা বিভিন্ন জায়গায় বিদ্রোহ করেছে, দাবি-দাওয়া আদায় করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গার্মেন্ট কর্মীদের জন্য ন্যূনতম বেতন নির্ধারণ করে দিয়েছেন।
কৃষিমন্ত্রী বলেন, আমি অনুরোধ করবো- আপনারা যারা শ্রমিক তারা দায়িত্বশীল হবেন। গাড়ির মালিকরা গাড়ি চালাতে দক্ষ চালকের হাতে গাড়ি দেবেন। অদক্ষ চালকের পরিণতি এবং পরিনাম খুবই খারাপ।
তিনি আরো বলেন, সরকার সারের দাম কমিয়েছে। বর্তমানে দেশে সারের কোনো অভাব নাই। চাষাবাদের জন্য কৃষি যন্ত্রপাতিতে ভতুর্কি আরো বাড়ানো হবে। যাতে কৃষকরা কৃষি যন্ত্রপাতি কিনতে পারেন।
টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশন ধনবাড়ী উপজেলা শাখার সভাপতি মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ হিরা, পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, মে ০১, ২০১৯
আরএ