ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

আত্রাইয়ে পিস্তলসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৫, এপ্রিল ২৩, ২০১৯
আত্রাইয়ে পিস্তলসহ আটক ২ অস্ত্রসহ গ্রেফতার দুইজন। ছবি: বাংলানিউজ

নওগাঁ: নওগাঁর আত্রাই উপজেলা থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন, গুলিসহ দু’জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে নওগাঁ ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার (এসপি) ইকবাল হোসেন পিপিএম।  

গ্রেফতার দুইজন হলেন- উপজেলার নন্দনালী গ্রামের আশরাফুল ইসলাম আপন (২৬) ও একই গ্রামের সোহেল রানা (৩৪)।

সম্মেলনে পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে উপজেলার নন্দনালী গ্রামে অভিযান চালিয়ে ওই দুইজনকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, ২ রাউন্ড গুলি ও দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়।  

গ্রেফতার দুইজনের নামে থানায় একাধিক মামলা রয়েছে। এ ব্যাপারে নওগাঁ সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ