ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

নুসরাতকে হত্যার প্রতিবাদে পদযাত্রা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৫২, এপ্রিল ১৩, ২০১৯
নুসরাতকে হত্যার প্রতিবাদে পদযাত্রা  পদাযাত্রায় বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের সদস্যরা। ছবি: ডি এইচ বাদল

ঢাকা: ফেনীর সোনাগাজীতে মাদ্রাসার অধ্যক্ষ কর্তৃক যৌন নির্যাতন এবং পরবর্তীতে পুড়িয়ে নুসরাত জাহান রাফিকে হত্যার প্রতিবাদে পদযাত্রা করেছে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র।  

শুক্রবার (১২ এপ্রিল) বিকেল ৫টায় সংগঠনটির রাজধানীর তোপখানা রোডের কার্যালয় থেকে শুরু হয়ে সেগুন বাগিচা, নয়াপল্টন, জিরো পয়েন্ট, বায়তুল মোকাররম, প্রেসক্লাব হয়ে শিল্পকলার সামনে গিয়ে শেষ হয়।  

পদযাত্রা চলাকালে বিভিন্ন পয়েন্টে সমাবেশ করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় সহ-সভাপতি সুলতানা আক্তার রুবি, অর্থ সম্পাদক তসলিমা আক্তার, সদস্য নাইমা খালেদ মনিকা, ঢাকা মহানগর নেতা তৌফিকা লিজা ও ফারজানা মালা প্রমুখ।
  
এ সময় বক্তারা বলেন, যৌন নির্যাতনের বিরুদ্ধে অভিযোগ ও  প্রতিবাদ করায়  নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যা করা হলো। বর্ষবরণে নারী লাঞ্ছনার বিচার হয়নি, তনু হত্যার বিচার হয়নি। আমাদের নারীদের ভবিষ্যৎ কি। নুসরাত মৃত্যুর আগে আমাদের কাছে আহবান করে গেছেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে, শেষ পর্যন্ত লড়াই করতে শিখিয়ে গেছেন। তাই আসুন আমরা ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামি, নারীদের বিরুদ্ধে সব নির্যাতনের প্রতিবাদ করি। প্রতিবাদ করে আমরা যৌন নির্যাতনকারীদের বিচারের মাধ্যমে উপযুক্ত শাস্তির দাবি করি রাষ্ট্রের কাছে।  

বাংলাদেশের সময়: ০৯৫০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৯
আরকেআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।