ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

ওসমানী বিমানবন্দরে ২৫ স্বর্ণেরবার জব্দ, আটক ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩৮, এপ্রিল ১৩, ২০১৯
ওসমানী বিমানবন্দরে ২৫ স্বর্ণেরবার জব্দ, আটক ১ জব্দকৃত স্বর্ণ

সিলেট: ওসমানী বিমানবন্দরে ২৫টি স্বর্ণেরবার জব্দ করা হয়েছে। শুক্রবার (১২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় মাসকাট থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট (বিজি-২২২) থেকে স্বর্ণের চালানটি জব্দ করা হয়।

এ ঘটনায় আবির হোসেন (৩১) নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। তিনি নোয়াখালী জেলার হাতিয়ার আব্দুল আজিজের ছেলে।

ওসমানী বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তা নুরুল আমিন বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আবির হোসেনের হাতব্যাগ তল্লাশি করে ২৫টি স্বর্ণেরবার এবং ১০০ গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার জব্দ করা হয়। বারগুলোর ওজন ২ কেজি ৯০০ গ্রামের মতো।  

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৯
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।