ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

জাতীয়

সরকারি জমি দখল করে স্থাপনা, উচ্ছেদ করলো সিসিক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৫, মার্চ ১০, ২০১৯
সরকারি জমি দখল করে স্থাপনা, উচ্ছেদ করলো সিসিক অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে-ছবি-বাংলানিউজ

সিলেট: সিলেট নগরীর আখালিয়া এলাকায় সরকারি জমি দখল করে অবৈধভাবে গড়ে ওঠে ১১টি স্থাপনা। দীর্ঘদিনের দখল করা এই জমি উদ্ধার করলো সিলেট সিটি করপোরেশন (সিসিক)। মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে অভিযান চালিয়ে ১১টি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।   
 

রোববার (১০ মার্চ) দুপুরে নগরের আখালিয়া সুরা আবাসিক এলাকা ও ঘানুয়াটার মধ্যবর্তী স্থানে এ অভিযান চালানো হয়।  
 
সিসিক সূত্র জানায়, অবৈধ স্থাপনার দখলদারদের উচ্ছেদে বার বার নোটিশ দেয় সিসিক।

কিন্তু স্থাপনা মালিকরা তা মানেননি। ফলে রোববার বাধ্য হয়েই ১১টি স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হয়।
 
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সরকারি জমি দখল করে অবৈধভাবে বেশকিছু দোকানপাট, ভবন ও বস্তি গড়ে ওঠে। কয়েকদফা নোটিশ দেওয়া সত্বেও দখলমুক্ত করা যায়নি। বাধ্য হয়ে সিসিক অভিযান চালিয়ে সরকারি জমি দখলমুক্ত করে।
 
অভিযানকালে উপস্থিত ছিলেন- কাউন্সিলর মখলিছুর রহমান কামরান, সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমানসহ সংশ্লিষ্টরা।
 
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
এনইউ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।