ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

জাতীয়

আখাউড়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৭, মার্চ ১০, ২০১৯
আখাউড়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় টাকা লেনদেন নিয়ে বিরোধের জের ধরে আব্দুল ওয়াহাব (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (০৯ মার্চ) দিনগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ধরখার ইউনিয়নের চাঁন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ধরখার পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মাসুদ আলম বাংলানিউজকে জানান, দেড় মাস আগে চাঁন্দপুর গ্রামের হানিফ মিয়া প্রতিবেশী আব্দুল ওয়াহাবকে তিন লাখ টাকা ধার দেন।

এ টাকা ফেরত দিতে না পারায় দু'জনের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। শনিবার রাতে হানিফ তার ভাইদের নিয়ে ওয়াহাবের কাছে পাওনা টাকা চাইতে যান। কিন্তু তিনি টাকা দিতে রাজি না হওয়ায় দু' জনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে হানিফ তাকে কিল-ঘুষি মারতে থাকলে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় স্বজনরা তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় গভীররাতে তিনি মারা যান।

সকালে পুলিশ পরিদর্শক মাসুদ আলম আরো জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।