ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

জাতীয়

ফসলি জমির মাটি উত্তোলনের দায়ে ২ জনের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৩, মার্চ ৯, ২০১৯
ফসলি জমির মাটি উত্তোলনের দায়ে ২ জনের কারাদণ্ড

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় কৃষি প্রকল্পের জমির মাটি কেটে উত্তোলন এবং চলাচলের রাস্তা নষ্ট করার দায়ে দুই ব্যক্তিকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় একটি মাটি ভর্তি ছোট ট্রাক জব্দ করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ট্রাক চালক সেলিম ও সহকারী (হেলপার) কামাল।

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন শনিবার (৯ মার্চ) দুপুরে আলাইয়াপুর ইউনিয়নের ফেনা কাটা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে এ দণ্ডাদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বেলা ১২টার দিকে ফসলি জমির মাটি কাটার অপরাধে ট্রাক চালক সেলিম ও হেলপার কামালকে আটক করেন ইউএনও রুহুল আমিন। পরে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে এক বছর কারাদণ্ড দেন। এসময় মাটি বহন করা ছোট ট্রাক জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।