ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

জাতীয়

ফতুল্লায় সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মকর্তা নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৪, মার্চ ৬, ২০১৯
ফতুল্লায় সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মকর্তা নিহত

নারায়ণগঞ্জ: নারায়াণগঞ্জের ফতুল্লার ভুইগড় এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন। 

বুধবার (৬ মার্চ) সকাল সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মঞ্জুর মাজেদ (৩২)।

তিনি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার খোদাইবাড়ি গ্রামের আব্দুল মজিদের ছেলে। মাজেদ আশা সমিতির নারায়ণগঞ্জ নবীগঞ্জ অঞ্চল ম্যানেজার পদে কর্মরত ছিলেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের জানান, সকাল সাড়ে ৭টায় ঢাকাগামী মোটরসাইকেল আরোহী মঞ্জুর মাজেদকে একটি কাভার্ডভ্যান চাপা দেয়। এসময় মাজেদ গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে খানপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাভার্ডভ্যান ও তার চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।  

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৯
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।