ঢাকা, বৃহস্পতিবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

জাতীয়

সিলেটে ফেনসিডিলসহ আটক ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:২৩, মার্চ ৫, ২০১৯
সিলেটে ফেনসিডিলসহ আটক ২ পুলিশের হাতে আটক দুই ব্যক্তি।

সিলেট: সিলেটে ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

সোমবার (০৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।  

আটক দু’জন হলেন সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধীন মইয়ারচর গ্রামের ইন্তাজ আলীর ছেলে সেলিম মিয়া(৪০) ও পার্শ্ববর্তী সোনাতলা গ্রামের মৃত আপ্তাব মিয়ার ছেলে ইমাম উদ্দিন (৩১)।

সিলেটের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিয়া বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলার নবাব রোডে একটি পুলিশ চৌকি বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় সিএনজিচালিত অটোরিকশাকে তল্লাশি করা হলে ১০০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২৩২১ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৯
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।