ঢাকা, বৃহস্পতিবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

জাতীয়

চাঁদপুরের ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি সাবেক এমপি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩৬, মার্চ ৫, ২০১৯
চাঁদপুরের ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি সাবেক এমপি

জাতীয় সংসদ ভবন থেকে: চাঁদপুরের ফরিদগঞ্জে ১০৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানেরই সভাপতির দায়িত্ব পালন করছেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভুঁইয়া।

সোমবার (০৪ মার্চ) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদের অধিবেশনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমানের এক প্রশ্নের লিখিত উত্তরে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।  

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) নির্বাচনী এলাকায় আরো ৬টি প্রতিষ্ঠানে ভুইয়া পরিবারের সদস্যরা সভাপতির দায়িত্ব পালন করছেন।

ফরিদগঞ্জ এলাকায় ৪টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ৪২টি মাধ্যমিক বিদ্যালয়, ৪টি স্কুল অ্যান্ড কলেজ, একটি ইন্টারমিডিয়েট কলেজ, ৩টি ডিগ্রি কলেজ, একটি কারিগরি ও বাণিজ্য কলেজ, ২৪টি দাখিল মাদ্রাসা, ১৩টি আলিম মাদ্রাসা, ১৩টি ফাজিল মাদ্রাসা, একটি কামিল মাদ্রাসাসহ মোট ১০৬টি শিক্ষাপ্রতিষ্ঠান রযেছে।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৯ 
এসকে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।