ঢাকা, বৃহস্পতিবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

জাতীয়

আশুলিয়ায় গণপরিবহনে চাঁদাবাজিকালে আটক ২

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১১, মার্চ ৪, ২০১৯
আশুলিয়ায় গণপরিবহনে চাঁদাবাজিকালে আটক ২

আশুলিয়া (ঢাকা): গণপরিবহনে জোরপূর্বক চাঁদা আদায়ের সময় সাভারের আশুলিয়ায় দুই জনকে আটক করে পুলিশে দিয়েছে পরিবহন শ্রমিকরা। 

সোমবার (০৪ মার্চ) সকালে বাইপাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মো. রুমেল (২৩) ও শওকত (৩২) হোসেন।

এদের মধ্যে রুমেল গাজীরচট ও অপরজন বাইপাইল এলাকার।

পরিবহন শ্রমিকেরা জানায়, দীর্ঘদিন ধরে বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় রুমেল ও শওকত নামে দুই ব্যক্তি প্রভাব দেখিয়ে পরিবহনে চাঁদাবাজি করতেন। তারা গাবতলী থেকে বগুড়াগামী লোটন, আলম, এ আলম, ঝটিকা ও এসএম নামে প্রায় অর্ধশত পরিবহন থেকে প্রতিদিন ১০০ টাকা চাঁদা আদায় করতেন। সকালেও চাঁদা আদায় করতে আসলে পরিবহন শ্রমিকেরা তাদের আটক করে পুলিশে দেয়।

আটকেরা স্থানীয় প্রভাবশালী যুবলীগ নেতা মঈনুল ইসলাম ভূইয়ার স্বজন আজগর নামে এক ব্যক্তির পরিচয় দিয়ে চাঁদাবাজি করতেন অভিযোগ করেন পরিবহন শ্রমিকেরা ।

এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু বাংলানিউজকে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।