ঢাকা, বৃহস্পতিবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

জাতীয়

ওবায়দুল কাদেরের সুস্থতা কামনায় চাঁপাইনবাবগঞ্জে দোয়া

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫০, মার্চ ৪, ২০১৯
ওবায়দুল কাদেরের সুস্থতা কামনায় চাঁপাইনবাবগঞ্জে দোয়া ওবায়দুল কাদেরের সুস্থতা কামনায় দোয়া। ছবি: বাংলানিউজ

চাঁপাইনবাবগঞ্জ: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সুস্থতা কামনায় চাঁপাইনবাবগঞ্জে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।  

জেলা প্রশাসক ও ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের আয়োজনে দোয়া মাহফিলে ওবায়দুল কাদেরের রাজনৈতিক, সামাজিক ও দলীয় কর্মকাণ্ড ও দেশের উন্নয়নে তার অবদানের কথা তুলে ধরে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রুহুল আমিন, সিভিল সার্জন ডা. খায়রুল আতাতুর্ক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মঞ্জুরুল হোদা, জেলা আনসার ভিডিপি কমান্ডার এস এম মজিবুল হক পাভেল, ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আবুল কালাম।

আরো উপস্থিত ছিলেন- জেলা তথ্য অফিসার মো. ওয়াহেদুজ্জামান, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়াসমীন সুলতানা রুমাসহ জেলা বিভিন্ন মসজিদের ২ শতাধিক ইমাম, জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শেষে ওবায়দুল কাদেরের শারীরিক সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়।  

মোনাজাত ও দোয়া পরিচালনা করেন নবাবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মোস্তাফিজুর রহমান।

এছাড়া জেলার সব মসজিদে ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে জোহর নামাজের পর ওবায়দুল কাদেরের শারীরিক সুস্থতা কামনা করে বিশেষ দোয়ার ব্যবস্থা করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।