ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

জাতীয়

সাভারে গাড়ির চাপায় যুবক নিহত

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১০, মার্চ ১, ২০১৯
সাভারে গাড়ির চাপায় যুবক নিহত

সাভার (ঢাকা): সাভারে অজ্ঞাত গাড়ির চাপায় রোমন হোসেন রাকিব (২২) নামে এক যুবক নিহত হয়েছে।

শুক্রবার (১ মার্চ) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রোমন নওগাঁ জেলার সর থানার কেশবপুর গ্রামের গোলজার হোসেনর ছেলে।

 

তিনি সাভারের ডগরমোড়ায় এলাকায় থেকে একটি বেসরকারি কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বাংলানিউজকে বলেন, সকালের দিকে রোমন ও তার বন্ধুরা পিকনিকের উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার সময় মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হওয়ার চেষ্টা করেন। এসময় পেছন থেকে আসা কোনো এক অজ্ঞাত গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই রোমনের মৃত্যু হয়।

পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, মার্চ ০১, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।