ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

জাতীয়

দায়িত্ব-কর্তব্য পালনে উদ্বুদ্ধ করতে জাতীয় ভোটার দিবস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৭, মার্চ ১, ২০১৯
দায়িত্ব-কর্তব্য পালনে উদ্বুদ্ধ করতে জাতীয় ভোটার দিবস

চাঁদপুর: ‘যাদের বয়স ১৮ হয়েছে, তাদের ভোটার হওয়া, তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে উদ্বুদ্ধ করার লক্ষ্যই এ জাতীয় ভোটার দিবস পালন করা হচ্ছে। কারণ একজন ভোটার তার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই আগামীর গণতান্ত্রিক পথ চলা খুঁজে নিবেন।’

শুক্রবার (১ মার্চ) বেলা ১১টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় ভোটার দিবসের আলোচনা সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘স্বাধীনতার মাসকে আরও অর্থবহ করার জন্য জাতীয় ভোটার দিবস ১ মার্চ করা হয়েছে।

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের যে অভিযাত্রা চলছে, তা আরও সুদৃঢ় করার লক্ষ্যে প্রতিবছর এ প্রচেষ্টা অব্যাহত থাকবে। ’

চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মাজেদুর রহমান খানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার, পুলিশ সুপার (ওসি) জিহাদুল কবির, জেলা নির্বাচন কর্মকর্তা হেলাল উদ্দিন খান, চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল প্রমুখ।

আলোচনা সভার আগে চাঁদপুর সার্কিট হাউজ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি কুমিল্লা সড়ক হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, মার্চ ০১, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।