ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

জাতীয়

খাগড়াছড়িতে জাতীয় ভোটার দিবস উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৫, মার্চ ১, ২০১৯
খাগড়াছড়িতে জাতীয় ভোটার দিবস উদযাপন ভোটার দিবসের সভায় বক্তব্য রাখছেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: ‘ভোটার হবো, ভোট দেবো’ এ শ্লোগানে খাগড়াছড়িতে জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে।

শুক্রবার (১ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে খাগড়াছড়ি টাউন হল চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয় যা শহরের শাপলা চত্বর, আদালত সড়ক হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।  
 
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জাহিদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আহমার উজ্জামান, অতিরিক্তি জেলা প্রশাসক আবুল হাশেম।  

সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা নুরন্নবী চৌধুরী, খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জীতেন বড়ুয়া প্রমুখ।
 
অনুষ্ঠানে স্মার্ট কার্ড বিতরণ, নতুন ভোটার অন্তভুক্তিকরণ করা হয়।
 
বাংলদেশ সময়: ১২৩০ ঘণ্টা, মার্চ ০১, ২০১৯
এডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।