ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

জাতীয়

আনিস ভাইয়ের স্বপ্নের ঢাকা গড়ে তুলবো: আতিকুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:০৮, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
আনিস ভাইয়ের স্বপ্নের ঢাকা গড়ে তুলবো: আতিকুল গণসংযোগে মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম

ঢাকা: মানুষের দুঃখ-কষ্ট-যন্ত্রণা নিরসনের জন্য রাজপথের মানুষের কাছে তাদের সমস্যা শুনতে ও তার সমাধানের রাস্তা দেখিয়ে দেওয়ার অঙ্গীকার করে ঢাকার মানুষের কাছে ছুটে যেতেন সাবেক মেয়র আনিসুল হক। তিনি ঢাকাকে সুন্দররূপে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন। আনিস ভাইয়ের অসম্পূর্ণ সেই স্বপ্ন আমি পূরণ করবো।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত ঢাকা মহানগরীর মিরপুর-১৩, মিরপুর-১০ ও সেনপাড়া এলাকার পথসভায় ডিএনসিসি উপ-নির্বাচনে মেয়রপ্রার্থী মো. আতিকুল ইসলাম একথা বলেন।

পথসভার ফাঁকে ফাঁকে আতিকুল ইসলাম বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে গিয়ে তাদের বিভিন্ন সমস্যার কথা জানতে চেয়েছেন।

এসময় তিনি সবার দোয়া কামনা করে বলেন, আমাকে আপনাদের স্বপ্নের ঢাকা করার সুযোগ করে দিন।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।